0
0
Read Time:1 Minute, 40 Second
শোবিজ ডেস্ক : একুশে পদক পাওয়া বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মবার্ষিকী ১৫ ফেব্রুয়ারি। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর তিনি প্রয়াত হন। ১৫ ফেব্রুয়ারি তার জন্ম দিবসে স্যাটেলাইট টিভি চ্যানেল একুশে টেলিভিশন তাদের নিয়মিত আয়োজন সঙ্গীতানুষ্ঠান “চায়ের সকাল” এ রাখছে শাহ আবদুল করিমকে নিয়ে বিশেষ আয়োজন। ওই দিন সকাল সাড়ে সাতটায় একুশে টিভি তাদের লাইভ মিউজিক্যাল শো “চায়ের সকাল” প্রচার হবে শাহ আব্দুল করিমের লেখা জনপ্রিয় ছয়টি গান। আর এই শোতে বাউল সম্রাটের গানগুলো গাইবেন বৃহত্তর সিলেট অঞ্চলের লোক গান ও শাহ আব্দুল করিমের গানের তুমুল জনপ্রিয় সুন্দরী গায়িকা লাভলী দেব।গায়িকা লাভলী দেব জানান, ইস্রাফিল শাহীনের প্রযোজনায় “চায়ের সকাল” অনুষ্ঠানে তিনি বাউল সম্রাট শাহ আবদুল করিমের লেখা জনপ্রিয় ছয়টি গান পরিবেশন করবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কন্ঠশিল্পী কমলিকা চক্রবর্তী। তিনি আরও জানান, ইতিমধ্যে গেলো ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠানটি ধারণ করাও হয়ে গেছে।
ছবি সংগৃহীত