Read Time:1 Minute, 2 Second
শোবিজ ডেস্ক :সারা বিশ্বে মহামারী আকারে ছরিয়ে পরা করোনা ভাইরাস নিয়ে একটি নতুন গান প্রকাশ করলেন ক্লোজআপ ওয়ান তারকা সাজিয়া সুলতানা পুতুল।’মৃত্যুগন্ধ উবে গিয়ে আসবে নাকে জীবনঘ্রাণ’ এমন কথার গানটি নিজেই লিখেছেন পুতুল। সেই সঙ্গে এর সুরও করেছেন তিনি। এরই মধ্যে অনলাইনে গানটি প্রকাশিত হয়েছে।নতুন এ গানটি নিয়ে পুতুল বলেন, ‘সারা বছরই গান এবং লেখালেখি নিয়ে আমার সময় কাটে। করোনার এই ঘরবন্দি সময়েও থেমে নেই কাজ।করোনা নিয়ে এ গানটি যদি সাধারণ মানুষের সচেতনতায় কাজে লাগে, তবে সেটিই হবে আমার সার্থকতা। আশা করছি, শিগগিরিই বিশ্ব করোনামুক্ত হবে। সুন্দর সময়ের অপেক্ষায় আছি।’