শোবিজ ডেস্ক :পরিচালক ও অভিনেতা সাইফ চন্দনের ‘আব্বাস’ সিনেমার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পা রাখেন নবাগত নায়িকা সূচনা আজাদ। টিভিসি, মডেলিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।এবার একটি খুনের কাহিনীতে দেখা মিলবে অভিনেত্রী সূচনা আজাদের। তবে তিনি কি খুনী নাকি খুনের রহস্য উদঘাটন করবেন তা এখনই জানাতে চান না এই অভিনেত্রী। সূচনা আজাদ বলেন, ‘নীল বোতাম’ নামের একটি টেলিছবিতে সম্প্রতি অভিনয় করেছি। একটা খুনকে নিয়ে কাহিনীটা সাজানো।আমিনবাজারে সম্প্রতি এর দৃশ্যধারণের কাজ হয়েছে। আমার বিপরীতে ইরফান সাজ্জাদকে দর্শকরা দেখতে পাবেন। আরো অভিনয় করেছেন তারিক আনাম খান। একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছি। আশা করি, দর্শকরা এটি পছন্দ করবেন। এ টেলিছবির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ।৭ই ডিসেম্বর রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে দর্শকরা এ টেলিছবিটি দেখতে পাবেন। এদিকে শিগগিরই নতুন আরেকটি ছবির খবর জানাবেন বলে জানিয়েছেন সূচনা।
এবার খুনের কাহিনীতে দেখা মিলবে অভিনেত্রী সূচনা আজাদের
শোবিজ ডেস্ক :পরিচালক ও অভিনেতা সাইফ চন্দনের ‘আব্বাস’ সিনেমার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পা রাখেন নবাগত নায়িকা সূচনা আজাদ। টিভিসি, মডেলিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।এবার একটি খুনের কাহিনীতে দেখা মিলবে অভিনেত্রী সূচনা আজাদের। তবে তিনি কি খুনী নাকি খুনের রহস্য উদঘাটন করবেন তা এখনই জানাতে চান না এই অভিনেত্রী। সূচনা আজাদ বলেন, ‘নীল বোতাম’ নামের একটি টেলিছবিতে সম্প্রতি অভিনয় করেছি। একটা খুনকে নিয়ে কাহিনীটা সাজানো।আমিনবাজারে সম্প্রতি এর দৃশ্যধারণের কাজ হয়েছে। আমার বিপরীতে ইরফান সাজ্জাদকে দর্শকরা দেখতে পাবেন। আরো অভিনয় করেছেন তারিক আনাম খান। একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছি। আশা করি, দর্শকরা এটি পছন্দ করবেন। এ টেলিছবির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ।৭ই ডিসেম্বর রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে দর্শকরা এ টেলিছবিটি দেখতে পাবেন। এদিকে শিগগিরই নতুন আরেকটি ছবির খবর জানাবেন বলে জানিয়েছেন সূচনা।