রিফাত রাহুল খাঁন;শোবিজ ডেস্ক:বন্দরীনগর চট্টগ্রামের মেয়ে রাফাহ্ নানজীবা তোরসা। গত বছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ মুকুট জয় করে লন্ডনে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ডের মূলপর্বে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ের ছাত্রী রাফাহ্ নানজীবা তোরসা বহু গুণের অধিকারিনী। অভিনয়,নৃত্য,আবৃত্তি,অংকন,বিতর্ক ও উপস্থাপনায় বেশ পারদর্শী। ৩ বছর বয়স থেকেই তিনি সাংস্কৃতিক অঙ্গনে নিজেকে সম্পৃক্ত করেছেন। ২০১০ সালে জাতীয় শিশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং ভরতনাট্যম নাচে স্বর্ণপদক অর্জন করেছিলেন।এবং ঐ একই সালে মার্কস অলরাউন্ডার্স প্রতিযোগিতায় রানার্সআপ হয়ে ছিলেন। এবার ভেরিফাইড হলো তোরসার ফেসবুক পেইজ ।ফেসবুক কর্তৃপক্ষ তার পেজটি যাচাই-বাছাই করে এর যথার্থতা নিশ্চিত করেছে। ফলে এখন তোরসার পেইজ এর নামের শেষে নীল রঙের বৃত্তের মধ্যে সাদা টিক চিহ্ন দেখা যাচ্ছে।এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ফেসবুক কর্তৃপক্ষ থেকে জানানো হয়, আমার পেজটি ভেরিফাইড করা হয়েছে। তাদের কথা শুনে আমি সঙ্গে সঙ্গেই ফেসবুকে প্রবেশ করে দেখি, সত্যি সত্যিই তা ভেরিফাইড হয়েছে। বর্তমানে ফেসবুক বেশ জনপ্রিয় একটি যোগাযোগের মাধ্যম। খুব সহজেই আমার ভক্তরা ফেসবুকের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন। এটি আমার কাজ করার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলে। পেইজটি স্বীকৃতি পাওয়ায় তো তোরসা দারুণ উচ্ছ্বসিত।
এবার ফেসবুক কর্তৃক স্বীকৃতি পেলেন তোরসা
Read Time:2 Minute, 21 Second