এবার ফেসবুক কর্তৃক স্বীকৃতি পেল নানজীবা খান

0 0
Read Time:1 Minute, 36 Second

শোবিজ ডেস্ক:নানজীবা খান একাধারে নির্মাতা, উপস্থাপিকা, বিতার্কিক, ইউনিসেফের সাবেন তরুণ প্রতিনিধি, মডেল, বিএনসিনি সাবেন ক্যাডেট আম্বাসেডর এবং সেইসাথে ট্রেইনি পাইলট।এবার ভেরিফাইড হলো নানজীবা খানের ফেসবুক অ্যাকাউন্ট ।ফেসবুক কর্তৃপক্ষ তার পেজটি যাচাই-বাছাই করে এর যথার্থতা নিশ্চিত করেছে। ফলে এখন নানজীবার অ্যাকাউন্ট এর নামের শেষে নীল রঙের বৃত্তের মধ্যে সাদা টিক চিহ্ন দেখা যাচ্ছে।এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ফেসবুক কর্তৃপক্ষ থেকে জানানো হয়, আমার পেজটি ভেরিফাইড করা হয়েছে। তাদের কথা শুনে আমি সঙ্গে সঙ্গেই ফেসবুকে প্রবেশ করে দেখি, সত্যি সত্যিই তা ভেরিফাইড হয়েছে। বর্তমানে ফেসবুক বেশ জনপ্রিয় একটি যোগাযোগের মাধ্যম। খুব সহজেই আমার ভক্তরা ফেসবুকের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন। এটি আমার কাজ করার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলে। পেইজটি স্বীকৃতি পাওয়ায় নানজীবা খান দারুণ উচ্ছ্বসিত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %