0
0
Read Time:42 Second
শোবিজ ডেস্ক:আগামী ১২ অক্টোবর, শনিবার রাত ৮টায় বৈশাখী টিভির নিয়মিত অনু্ষ্ঠান “গোল্ডেন সং” সম্প্রচার হবে। আজকের অনুষ্ঠানে গান পরিবেশন করবেন সংগীত শিল্পী “আশিকুজ্জামান বনি”। বনি এই অনুষ্ঠানে ৬ টি জনপ্রিয় গান পরিবেশন করেছেন। অনুষ্ঠানটির প্যানেল প্রযোজক রবিউল হাসান প্রধান ও মামুন আব্দুল্লাহ্। সানজিদা তন্বীর উপস্থাপনায় অনু্ষ্ঠানটি প্রযোজনা করেন লিটু সোলায়মান।