এম,ডি,সি মডেল স্কুলের সভাপতি বিপ্লব মোল্লার বাতিক্রমি উদ্যোগে

0 0
Read Time:2 Minute, 10 Second
 বর্তমানে করোনা পরিস্থিতি আরও উদ্বেগজনক অবস্থার দিকে যাচ্ছে ।
সে লক্ষ্যে অএ এলাকার এম পি আলহাজ্ ইলিয়াস উদ্দিন মোল্লার কনিষ্ঠ ভ্রাতা “বিপ্লব মোল্লার ” উদ্যোগে
এবং আবীর, নাসীর এর প্রচেষ্টায় Clean Pallabi & green Pallabi প্রতিদিন উত্তর পল্লবীর বিভিন্ন রোডের এবং বাড়ীর সামনের জীবাণুমুক্তকরণ কার্যক্রম শুরু হচ্ছে।
করোনা আতঙ্ক আজ সারাদেশে।

প্রাণঘাতি এই ভাইরাস নিয়ে সরকার ও প্রশাসনের পাশাপাশি দেশের সর্ব স্তরের মানুষ নানাভাবে সচেতন করে যাচ্ছেন দেশের মানুষকে  । এরই মধ্যে বন্ধ ঘোষণা করেছে স্কুল কলেজ ,অফিছ,আদালত কার্যক্রম ।
বর্তমানে হোম কোয়ারেন্টাইনে  আছেন দেশের সকল মানুষ ।

 বিপ্লব মোল্লার করোনা সংক্রমণ এড়াতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পাশাপাশি নিয়মিত হাত ধোঁয়ার পরামর্শ দিয়েছেন। কোয়ারেন্টাইনে কিভাবে কাটছে দিন জানতে চাইলে তিনি বলেন- ; পরিবারকে সময় দেই,এলাকা বাসির উন্নয়ন এর জন্য কাজ করে চলেছি।

দেশের এ পরিস্থিতে তিনি বলেন;।সবাই যদি বাসা থেকে বের না হয়; সামাজিক দূরত্ব বজায় রাখে তাহলে ইন শাহ আল্লাহ এ ভাইরাস থেকে মুক্ত হবো শীঘ্রই। আমাদের জন্যই প্রকৃতি আমাদের বিপক্ষে চলে গেছে। এটাকে কর্ম বলে। সবাই যা করবে ; সে তার ফল ভোগ করবে। এ অবসর সময়টাতে পরিবারকে ভালভালো সময় দিতে পারছি এবং এলাকার মানুষ সেবা করার চেষ্টা করছি।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %