জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচে) আইসিউতে ভর্তি হয়েছেন। বার্ধক্যজনীত জটিলতা ও গুরুতর অসুস্থ হওয়ায় চিকিৎসকরা এরশাদকে আইসিইউতে নেয়ার পরামর্শ দেন। আজ বুধবার সকালে তাকে হাসপাতালে নেয়া হয়। জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেস্যার গতকাল জ্বরের কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে নেয়া হয়। ডাক্তাররা তাকে আইসিইউতে নেয়ার পরামর্শ দেন। তার আর কোনো সমস্যা আছে কিনা এই মুহূর্তে বলতে পারছি না।
স্যারের অবস্থা সংকটাপন্ন। হাসপাতালে ভর্তি আছেন। ডাক্তাররা উন্নত চিকিৎসা সেবা দিচ্ছেন। আল্লাহর কাছে দোয়া করি উনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে মাঝে ফিরে আসেন’।
দেশের বাইরে নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সিএমএইচএ’র ডাক্তার যে পরামর্শ দিবেন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ডাক্তার যদি মনে করেন দেশের বাইরে নেয়া প্রয়োজন তাহলে নেয়া হবে।
একাদশ জাতীয় নির্বাচনের আগে আগে গত বছরের ২০ নভেম্বর ইমানুয়েল কনভেনশন সেন্টারে মনোনয়ন প্রত্যাশীদের সামনে সবশেষ আনুষ্ঠানিক বক্তব্য রাখেন এরশাদ। এরপর অসুস্থতার কারণে আর কোনো কর্মসূচিতে অংশ নেননি তিনি। ৬ ডিসেম্বর গাড়িতে করে অফিসের সামনে এলেও সেখানে বসে কথা বলেই চলে যান।