Read Time:55 Second
ভোক্তা পর্যায়ে আবারো দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়লো। ১২ কেজি সিলিন্ডার ১৩৯১ থেকে বেড়ে ১৪৩৯ টাকা করা হয়েছে। এই বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ রোববার (৩ এপ্রিল) দুপুরে এ ঘোষণা দেয় বিইআরসি।
এতে বলা হয়েছে, বেসরকারিখাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৩৯১ টাকা থেকে বাড়িয়ে ১৪৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ৪৮ টাকা দাম বাড়ানো হয়েছে।
নতুন এ দাম আজ রোববার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।