এশিয়া কাপের সূচি প্রকাশিত হয়েছে গতকাল। বুধবার দলও ঘোষণা করে দিয়েছে প্রতিযোগিতার অন্যতম শক্তিধর দেশ পাকিস্তান। ১৫ সদস্যের এশিয়া কাপের দলের সঙ্গে আবার নেদারল্যান্ডসের সঙ্গে ওয়ানডে খেলতে ১৬ সদস্যের দলও ঘোষণা করা হয়েছে।
এশিয়া কাপের দল তো বটেই নেদারল্যান্ডস সফর থেকেও বাদ পড়েছেন পেসার হাসান আলী। তার জায়গায় দুই দলে রয়েছে ফাস্ট বোলার নাসিম শাহর নাম। পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে থাকা শাহীন আফ্রিদি এশিয়া কাপের স্কোয়াডের পাশাপাশি ওয়ানডে সিরিজের দলেও রয়েছেন। তবে তিনি এই সময়ে পর্যবেক্ষণে থাকবেন। টিম ট্রেইনার ও ফিজিওর পর্যবেক্ষণের পরই শাহীনের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হাঁটুর চোটে গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান শাহীন।
আগামী ২৭ অগাস্ট দুবাইয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। পরদিন একই মাঠে ভারত ও পাকিস্তানের জমজমাট লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গী বাছাই পর্ব থেকে আসা একটি দল। বাছাইয়ে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যারা শীর্ষে থাকবে, তারাই ভারত ও পাকিস্তানের বিপেক্ষ খেলার সুযোগ পাবে। আর ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। টি-টোয়েন্টি ফরম্যাটের এই প্রতিযোগিতায় সব ম্যাচই হবে শারজা ও দুবাইতে। ১৩ ম্যাচের তিনটি শারজাতে, বাকিগুলো দুবাইতে।
বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, প্রতিপক্ষ আফগানিস্তান। ১ সেপ্টেম্বর দুবাইতে নিজেদের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় সুপার ফোরে বাংলাদেশের খেলা নির্ভর করছে গ্রুপের দুই ম্যাচের ওপর।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোর রাউন্ডে খেলার সুযোগ পাবে। এখানে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে খেলার সুযোগ পাবে। এরপর শীর্ষ দুই দল নিয়ে ১১ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ফাইনাল। তার পর নেদারল্যান্ডস সফরে ১৬ আগস্ট শুরু পাকিস্তানের ওয়ানডে সিরিজ।
পাকিস্তানের এশিয়া কাপের দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, উসমাস কাদির।
নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আব্দুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, ইমাম উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান আলী আগা, শাহীন আফ্রিদি, শাহনওয়াজ দাহানি ও জাহিদ মাহমুদ।