ব্লেড বের করে কেটে দিলেন সাবেক স্বামীর গোপনাঙ্গ

0 0
Read Time:1 Minute, 56 Second

বিয়ে বিচ্ছেদের মধ্য দিয়ে প্রেমের অন্ত হয়েছে, কিন্তু প্রেমিকের উপর থেকে অধিকারবোধ একটুও টলেনি এই নারীর। তাই প্রেমিক এখন সাবেক হলেও তাকে নজরে রাখেন। কখন কোথায় গেল, কোন মেয়ের সঙ্গে চ্যাট করল গোপন সূত্র ধরে হিসেব রাখেন সব কিছুরই। কিন্তু তারপর যা করে বসলেন তা ইতিহাসে লেখা থাকবে বহুদিন। এ গল্পের নায়ক-নায়িকা তাইওয়ানের বাসিন্দা। নিজেদের মধ্যে বনিবনা হচ্ছিল না বলে বিচ্ছেদ হয়ে গিয়েছিল ৫৮ বছরের চে- এর। এরপর তিনি আবার সব নতুন করে শুরু করবেন পরিকল্পনা করেছিলেন। সে অনুযায়ী অন্য এক নারীর সঙ্গে ডেট করার পর বিয়ের সিদ্ধান্ত নেন।

দ্বিতীয় বিয়ের দিন ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত প্রথম স্ত্রী লি। তাকে ধরে সোজা টেনে নিয়ে গেলেন বাথরুমে। কোনও কথা না বলে ব্যাগ থেকে ব্লেড বের করে কেটে দিলেন সাবেক স্বামীর গোপনাঙ্গ। এরপর চে-কে বাথরুমে বন্দি করে নিজে বেশ কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে চে এর হবু স্ত্রী পুলিশে খবর পাঠালে তাদের হাসপাতালে পাঠানো হয়। কেন এ রকম করলেন? উত্তরে লি জানান, এতদিন চে আমার স্বামী ছিল। ফলে ওর সবকিছুই আমার সম্পত্তি। এখন বিচ্ছেদ হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু আমি ওই অধিকারবোধ ছাড়তে পারবো না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %