0
0
Read Time:1 Minute, 31 Second
স্টেশনের প্লাটফর্মে এক ভিক্ষুকের গানের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে মুহূর্তে মধ্যে তা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। ভারতের রানাঘাট স্টেশনের সেই ভিক্ষুক এখন সময়ের সেলিব্রেটি।
তিনি এখন ভারতের সবচেয়ে আলোচিত মানুষ। তার নাম রানু মণ্ডল। রেলস্টেশনে গান গাওয়া সেই নারী এখন প্লেব্যাক করছেন বলিউড সিনেমায়।। কিন্তু এই খ্যাতির আলোয় এসে কি রানু নিজের শিকড় ভুলে গিয়েছেন! এই প্রশ্নই উঠছে রানুর একটি ভিডিওকে ঘিরে।
সেলেব্রিটি তকমা পাওয়ায় তাঁকে ঘিরে মানুষের উত্তেজনা এখন তুঙ্গে। রাস্তাঘাটেও তাঁকে দেখলেই মানুষ ভিড় জমাচ্ছে। এমনই এক অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে রানু সংবাদমাধ্যমের কাছে যা বলেছেন, তাঁকে দেখে অনেকেই ছুটে এসে জড়িয়ে ধরেন।
আর সেই ভক্তদের মধ্যে অনেকেরই গায়ে নাকি দুর্গন্ধ। এতেই সমস্যা রানুর। রানু ওই সংবাদমাধ্যমের কাছে জানাচ্ছেন, ‘ওরা যখন আমায় এসে জড়িয়ে ধরে, ওদের গায়ের দুর্গন্ধে আমার অস্বস্তি হয়। ঘেন্না করে।’