0
0
Read Time:1 Minute, 24 Second
রাজধানীর ভাটারা থানা এলাকায় ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির ভেতর ছটফট করতে করতে মারা গেলেন এক ব্যক্তি। আজ বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রারা জানান, রাজধানীর ভাটারা থানা এলাকার একটি ওষুধের ফার্মেসির ভেতরে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। আজ দুপুরে ওই ব্যক্তি ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির ভেতরেই ছটফট করতে করতে মারা যান।
মহসিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আজ দুপুরে ভাটারা থানার নতুন বাজার ১৬০ ফিট রাস্তার বিগ ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরের সামনে মানুষ জড়ো হতে গিয়ে এগিয়ে যাই। দেখি দোকানের ভেতরে একজন পড়ে আছেন।’
‘ঘটনাস্থলে ভাটারা থানা পুলিশও এসেছে। ওষুধ কিনতে এসে ওষুধ নেওয়ার আগেই দোকানের সামনে লোকটি ছটফট করে মারা গেছেন বলে ফার্মেসির মালিক জানায়’ যোগ করেন ওই প্রত্যক্ষদর্শী।