তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল স্বাগতিক ভারত। টি-টোয়েন্টি সিরিজেও একই পথে হাঁটছে দেশটি। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ পকেটে পুরেছে স্বাগতিকরা।
শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের দেওয়া ১৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ লড়াই করেও ৮ রানে হার মানতে হয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে।
১৮৭ রানের কঠিন টার্গেটের শুরুতেই ওপেনার কাইল মায়ার্সকে হারায় সফরকারীরা। এরপর দলীয় ৫৯ রানে ফিরে যান আরেক ওপেনার ব্র্যান্ডন কিং (২২)। তৃতীয় উইকেটে নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়াল মিলে ১০০ রানের জুটি গড়েন। তাতেই জয়ের পথ অনেকটা তৈরি করে ফেলেছিল ক্যারিবীয়রা। কিন্তু জয় থেকে ২৮ রান দূরে থাকতে অধিনায়ক পুরান সাজঘরে ফিরে গেলে ছন্দপতন ঘটে।
শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ২৫ রান। কিন্তু রোভম্যান পাওয়াল ম্যাচটি বের করতে পারেননি। ৩৬ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৮ রান করা পাওয়ালের ইনিংসটি বৃথাই যায় বলতে গেলে। পুরান ৪১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলে আউট হন। শেষ পর্যন্ত ক্যারিবীয়রা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে করতে পারে ১৭৮ রান।
ভারতের বোলাদের মধ্যে ভুবেনশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণু একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা বিরাট কোহলি ও ঋষভ পন্তের জোড়া হাফ সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে ভারত। কোহলি ৪১ বলে ৫২ এবং ঋষভ ২৮ বলে ৫২ রান করেন।
ক্যারিবীয় বোলারদের মধ্যে রোস্টন চেজ একাই নেন তিনটি উইকেট।