0
0
Read Time:57 Second
সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জয় পাল্টে দিয়েছে আইসিসি ওয়ানডে বোলিং র্যাংকিংয়ের মানচিত্র। আবারও শীর্ষ দশে উঠে এসেছেন সাকিব আল হাসান। তাসকিন আহমেদও দিয়েছেন বড় লাফ।
বোলার র্যাংকিংয়ে সাকিব আছে আট নাম্বারে।
শীর্ষ দশে তিনি দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার। আগে থেকেই টপ টেনে আছেন মেহেদী মিরাজ, যার অবস্থান সাত।
সিরিজ সেরা খেলোয়াড় তাসকিন আহমেদ ১৪ ধাপ এগিয়ে আছেন ৩৪তম অস্থানে। এটাই তার ক্যারিয়ার সেরা অবস্থান।
মুস্তাফিজুর রহমানের আছেন ১৬তম অবস্থানে।