কত টাকা ঈদ সালামি পেলেন মাহি?

0 0
Read Time:1 Minute, 24 Second

জানা গেছে, বিয়ের পর প্রতিটি ঈদ শ্বশুরবাড়িতে কাটিয়েছেন মাহিয়া মাহি। এবারও আছেন সেখানে। একান্নবর্তী পরিবারের বড় বউ মাহি। আদর ও আবদারের কমতি নেই। চাওয়ার চেয়ে পাওয়াটাই এগিয়ে থাকে সব সময়। সালামিও পান বড় অঙ্কের। “দেশের জাতীয় দৈনিককে একথা জানিয়েছেন তিনি”

নিজের শ্বশুর-শাশুড়ি থেকে শুরু করে চাচা-শ্বশুর, ফুফাশ্বশুর, আপু-দুলাভাই সব মিলিয়ে প্রায় চার লাখ টাকা সালামি পেয়েছেন মাহি। তবে তাঁকে দেবর-ননদদেরও সালামি দিতে হয়েছে! সেই অঙ্কটাও নেহাত কম নয়, প্রায় তিন লাখ টাকা!

মাহি আরো বলেন, ‘জীবনে এত আনন্দ আগে পাইনি কখনো। অপুকে বিয়ে করে নতুন একটা জীবন পেয়েছি। সালামিটা বড় কথা নয়, আমাকে বউমা হিসেবে শ্বশুরবাড়ির সবাই যে পরিমাণ ভালোবাসেন তা অনেক মেয়েই পায় না। আমি পৃথিবীর সবচেয়ে সুখী একজন নারী। যেমন ক্যারিয়ার পেয়েছি তেমন সুন্দর একটি পরিবারও পেয়েছি।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %