করণের পার্টি থেকে শাহরুখ-ক্যাটরিনা করোনায় আক্রান্ত

0 0
Read Time:2 Minute, 25 Second

আবারও বলিউডে জেঁকে বসেছে করোনাভাইরাস। এবার আক্রান্ত হয়েছেন শীর্ষ দুই তারকা শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফসহ বেশ কয়েকজন। ধারণা করা হচ্ছে, এর উৎস প্রযোজক করণ জোহরের এক পার্টি।

বর্তমানে দুই অভিনেতাই আইসোলেশনে রয়েছেন বলে খবর। শরীরে করোনার উপসর্গ থাকলেও তারা সুস্থ রয়েছেন। যদিও তারা আনুষ্ঠানিকভাবে এখনও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি।

সম্প্রতি বলিউডের একের পর এক তারকাদের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, আদিত্য রায় কাপুর।
এদিকে, তারকাদের করোনায় আক্রান্ত হওয়াটা করণ জোহারের ৫০তম জন্মদিনের পার্টিকেই দায়ী করছেন অনুরাগীরা। নেটিজেনদের কথায়, করণ জোহরের জন্মদিনের পার্টিতে রীতিমতো তারকাদের ঢল নেমেছিল। শাহরুখ, আমির, সালমানের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডভানি, অক্ষয় কুমার, আদিত্য রায় কাপুরসহ অন্য অভিনেতারাও। যাদের অনেকেই হয়েছে শিকার।

গত বছর এপ্রিলেও করোনা আক্রান্ত হয়েছিলেন ক্যাটরিনা। এই নিয়ে দ্বিতীয়বার করোনা সংক্রমিত হলেন তিনি। প্রসঙ্গত, ক্যাটরিনাও উপস্থিত ছিলেন করণ জোহরের জন্মদিনের পার্টিতে।
অন্যদিকে, মাত্র একদিন আগেই নিজের নতুন ছবি ‘জওয়ান’র ঘোষণা দিয়েছেন কিং খান। ছবির ধামাকাদার পোস্টারও শেয়ার করেছেন বাদশা। ভিন্ন লুকে প্রিয় অভিনেতাকে দেখে মুগ্ধ অনুরাগীরা। হিন্দি সহ তামিল, তেলুগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে ‘জওয়ান’। যা পরিচালনা করছেন দক্ষিণি নির্মাতা অ্যাটলি।

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *