0
0
Read Time:1 Minute, 24 Second
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে একজনের এবং ৬৯ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নয় হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৬৯ জন নতুন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশে।
এ পর্যন্ত শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৪৩২।
মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২০ জনের।
আগের ২৪ ঘণ্টার তুলনায় শনাক্ত রোগীর সংখ্যা এবং শনাক্তের হার কিছুটা কমেছে। সোমবার ৮১ জন রোগী শনাক্ত হয়েছিল; শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৮৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের মধ্যে ৩৮ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। তাদের মধ্যে ২৩ জনই ঢাকা জেলার।
দেশের ৪৩ জেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও ৭৪৭ জন। এ পর্যন্ত ১৮ লাখ ৭৯ হাজার ৫৪৪ জন সুস্থ হয়ে উঠলেন।