বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান ডেভিড বিসলে সতর্ক করে দিয়ে বলেছেন, অনাহারে বিশ্বের অন্তত তিন কোটি মানুষের মৃত্যু হতে পারে। জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, মহামারির সময় বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর মুখে খাবারের তুলে দেয়ার অর্থ জোগাড় করতে না পারলে তাদের মৃত্যু হতে পারে।
সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ডব্লিউএফপি’র এই নির্বাহী পরিচালক বলেন, বিশ্বজুড়ে প্রায় ১০ কোটি মানুষের খাবারের জন্য বিভিন্ন দেশের সরকারের অর্থায়নেরর ওপর সংস্থাটি নির্ভরশীল। এদের তিন কোটি মানুষ লাইফ-সেভিং খাদ্যের ওপর নির্ভরশীল।
করোনার কারণে ধুঁকছে বিভিন্ন দেশের অর্থনীতি। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশ ডব্লিউএফপি’তে অর্থায়ন কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিসলে। এতে করে ভয়াবহ পরিণতি হতে পারে।
সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়ে ওঠা জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, আমাদের অর্থায়ন বন্ধ হয়ে গেলে অন্তত তিন কোটি মানুষ মারা যাবে। এজন্য বিশ্ব নেতাদের করোনা মোকাবিলার পাশাপাশি তাদের অর্থনীতি সচল রাখতে হবে। না হলে অনাহার এবং অর্থনৈতিক দূরাবস্থার কারণে করোনার চেয়ে বেশি মানুষের মৃত্যু হবে।