করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে টানা দ্বিতীয় দিনের মত প্রায় ২ হাজার মৃত্যু

0 0
Read Time:1 Minute, 33 Second

যুক্তরাষ্ট্রে টানা দ্বিতীয় দিনের মত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হলো।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে ১,৯৭২ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র হিসেবে তার আগের দিন যুক্তরাষ্ট্রে মারা যায় ১,৯৩৯ জন।

এনিয়ে যুক্তরাষ্ট্রে মোট ১৪ হাজার ৬৯৫ জনের মৃত্যু হলো এবং কোভিড-১৯ এ আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৩১ হাজার ৮৩৮ জনে।

যুক্তরাজ্যেও মৃত্যুর সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। বুধবার একদিনে সেখানে মারা গেছে ৯৩৮ জন।

ওদিকে এ সপ্তাহের শুরুতে স্পেনে আক্রান্তের সংখ্যা কমতে থাকলেও গত দু’দিন ধরে সেখানে আবারো মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের নতুন তথ্যের হিসেবে সারাবিশ্বে প্রায় ১৫ লাখ লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯০ হাজার মানুষের।

সূত্র:বিবসি নিউজ বাংলা

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %