0
0
Read Time:1 Minute, 24 Second
চীনা পণ্যে করোনার ভয়!মেড ইন চায়না’ চিকিৎসা সরঞ্জাম পরিহারের অনুরোধ চীনের তৈরি পণ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন অনেকেই।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং বলেছেন, এ ধরনের কোনো ভয় থাকলে চীনের তৈরি মাস্ক ব্যবহার করবেন না।
গত শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, যারা মনে করছেন চীনের তৈরি পণ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে, তাদের উচিত চীনের তৈরি মাস্ক, সুরক্ষা স্যুট এবং ভেন্টিলেটর ব্যবহার না করা।
এমনকি চীনের তৈরি চিকিৎসা সরঞ্জামও তারা যেন ব্যবহার না করে, সে ব্যাপারে অনুরোধ জানিয়েছেন এই কর্মকর্তা পশ্চিমাদের অনেকেই দাবি করছেন ।
চীনের তৈরি পণ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে এ ব্যাপারে জানতে চান সাংবাদিকরা। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।