করোনায় করুণা করলো না পিংকির…..

0 0
Read Time:2 Minute, 58 Second

শোবিজ ডেস্ক:তরুণ প্রজন্মের সংগীতশিল্পী পিংকি ইসলাম তার নতুন গানের এ্যালবাম “ফাঁকি” নিয়ে খুবই উদ্বিগ্নতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে।দীর্ঘ টানা দুই বৎসর অপেক্ষার পর তার অজস্র ভক্তদের জন্য এইবারে বৈশাখীতে তার প্রথম এলবাম “ফাঁকি” উপহার দিতে চেয়েছিল। কিন্তু বিশ্বময় “করোনার” আগ্রাসী ভূমিকার কারণে পাল্টে দিল তার অনুভূতি, ফাঁকি দিয়ে দিল তার স্বপ্ন , আগ্রাসী করোনায় একটু ও করুণা করেনি তার উপর। তাই  পিংকি ইসলাম এর মন এই মাসে খুব খারাপ।তিনি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, আমি সব সময় চাই নতুন কিছু উপহার দিতে দর্শক দের জন্য এবারের প্রত্যাশাও ছিল অসীম। কিন্তু করোনার প্রাদুর্ভাবের কারণে তা হয়ে উটেনি।সময় কি করে কাটান এক প্রশ্নের উত্তরে তিনি জানান, অনলাইনে বন্ধুদের সাথে আড্ডা আর নামাজ দোয়া এবং ইফতার তৈরিতে সময় অনেক টা কেটে যায়, তাছাড়া এখন যেহেতু কোয়ারান্টাইন, সেহেতু হাতে প্রচুর সময় পায় সে সুবাদে বাসায় রিহার্সেল করি ।তিনি সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, সামনের ঈদ এ দেখি দর্শকদের জন্য নতুন কিছু উপহার দিতে পারি কিনা ? তবে পিংকি ইসলাম তার ফাঁকি এ্যালবামটি নিয়ে খুবই আশাবাদী ঐ গানটির মধ্যে অনেকটা নতুনত্বের ছোঁয়া আছে বলে জানিয়েছেন তিনি, ফাঁকি গানটির কথা লিখেছেন মিজান, সুর ও সংগীত পরিচালক ছিলেন বেলাল খাঁন,।বেলাল খাঁন বলেন, ফাঁকি গানটিতে প্রান খুলে গাইলেন বর্তমান সময়ের আলোচিত শিল্পী পিংকি ইসলাম ,তার ভক্তরা দারুণ মজা পাবেন, তিনি বলেন গানটি মেলোডি, ফোক ক্লাসিকাল সংমিশ্রণে এক ভিন্নধর্মী গান।বেলাল খাঁন আরও বলেন, আমি পিংকি ইসলাম এর ফাঁকি গানের এ্যালবাম টির জন্য খুবই আশাবাদী এই গান দর্শক মাতানো মনোমূগন্ধকর। এবং পিংকি সেই সব সময় চাই দর্শক দের জন্য ভালো কিছু উপহার দিতে। সে সুবাদে আমি মনে করি এবারের গানটিতে তার সেরাটা দিতে পেরেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %