করোনায় চিকিৎসকের মৃত্যু

0 0
Read Time:1 Minute, 44 Second

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মইন উদ্দিনের মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে ঢাকার কুর্মিটলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিলেট ডা. শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মইন উদ্দিন সিলেটে কর্মরত অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৯ এপ্রিল তাকে ঢাকায় আনা হয়েছিল। স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মঈন ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত অবস্থায়ও মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ বলেন, ‘সকাল ৬টা ৪৫ মিনিটে তিনি আইসিইউতে থাকা অবস্থায় মারা যান। মঈন উদ্দিন হলেন দেশের প্রথম চিকিৎসক যিনি করোনাক্রান্ত হয়ে মারা গেলেন।

দেশে এ ভাইরাসটি শনাক্ত হয়েছে ১ হাজার ১২ জনের শরীরে এবং মারা গেছেন ৪৬ জন। এছাড়া আক্রান্তদের ৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং চিকিৎসাধীন ৯২৪ জন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %