0
0
Read Time:1 Minute, 22 Second
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৩১ জনের। আর এসময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫০৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৯ জনে। গত ২৪ ঘণ্টায় ৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ১১২ জন।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৬৮৬ জনের। এই সংখ্যা গতকালের চেয়ে প্রায় ৭ শতাংশ বেশি। যে ৪ জন মারা গেছেন তাদের সবাই পুরুষ।তাদের সবার বয়স ৫১ থেকে ৬০-এর মধ্যে। তারা সবার ঢাকার অধিবাসী।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-19) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।