শোবিজ ডেস্ক:বিশ্বজুড়ে আজ করোনাভাইরাসের প্রভাবে জনজীবন বিপন্ন। থেমে গেছে বাংলাদেশ। থমকে গেছে জীবনযাত্রা। বিপদে পড়েছে দেশের দরিদ্র মানুষজন। এমন সময়ে নিজেদের মত করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তরুণ অভিনয়শিল্পীদের নিয়ে গঠিত ইয়াংস্টার গ্রুপ।এ টিমের পক্ষে আজ আফতাবগরের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় কিছু খাদ্যদ্রব্য ও স্যানিটাইজেশন সামগ্রী বিতরণ করেন জয় চৌধুরী, চিত্রনায়িকা বিপাশা কবির, শিরিন শীলা, লাক্সতারকা সারাকা; জারা;আঁচল, রোমানা নীড় ও নাদিম। শিরিন শীলা বলেন, আমরা আমাদের আশেপাশের মানুষদের জন্য কিছু করতে চেয়েছি। যাদের অন্তত কয়েকবেলা খাবারের চিন্তা করতে হবে না। আমরা চাই আমাদের দেখে যেন যারা বিত্তশালী আছেন তারাও অসহায় মানুষদের পাশে এগিয়ে আসেন।প্রসঙ্গত, বিতরণ করা খাদ্যের মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ প্রভৃতি। মাস্ক, গ্লাভস ও সাবানও বিতরণ করা হয় একই সাথে।