0
0
Read Time:1 Minute, 9 Second
দিল্লি ক্যাপিটালসের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ ও সাপোর্ট স্টাফের চার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে বুধবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটির জন্য পুনেতে যাওয়া হচ্ছে না দিল্লির। এই ম্যাচটি পুনে থেকে সরিয়ে আনা হচ্ছে মুম্বাইয়ের ব্রেবর্নে স্টেডিয়ামে।
দিল্লি দলে করোনা হানা দেওয়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
মিচেল মার্শকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চতুর্থ ধাপের আরটি-পিসিআর টেস্টের ফল অবশ্য নেগেটিভ এসেছে। তবে এটিই যথেষ্ট নয়, ম্যাচের দিন সকালে ফের টেস্ট করা হবে। শেষ পর্যন্ত বুধবার ম্যাচটি আয়োজন করা সম্ভব না হলে, পরবর্তীতে সুবিধাজনক সময়ে ম্যাচটি আয়োজন করা হবে।