রিফাত রাহুল খাঁন:করোনা ভাইরাসের আক্রমণ ও আতঙ্ক এখন গোটা বিশ্বকে থমকে দিয়েছে। বাংলাদেশে যা কোভিক-১৯ করোনা ভাইরাস হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।চীনের উহান শহর থেকে শুরু হয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। ফলে চরম অস্বস্তি আর আতঙ্কে দিনাতিপাত করছেন দেশের মানুষেরা।এই ভাইরাসের রেশ পড়েছে বিনোদন জগতের উপরেও। এ সংকটাপন্ন পরিস্থিতিতে সব ধরনের শুটিং স্থগিত করেছেন ক্যাম্পাস ভিওিক রিয়েলিটি শো ‘আরটিভি ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার ‘ সিজন:০২ এ সেরা ৮ এ থাকা ঐশি বিনতে মোস্তফা। তিনি বলেন-প্রয়োজনের তাগিদে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। তাই আমি হোম কোয়ারেন্টাইনে আছি এবং থাকবো দেশের পরিস্থিতি ভালো না হওয়া অবধি। আসুন আমরা সবাই সচেতন হই।অন্যদেরও সচেতন হতে সাহায্য করি।এ প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনা ভাইরাসের পূর্বসতর্কতার কথা মাথায় রেখে আমার সব ধরণের শুটিং স্থগিত করেছি। চলমান পরিস্থিতির মধ্যে শুটিং করা একেবারেই অনুচিত। এখন সময় নিজেদের সুস্থ রাখার।দয়া করে সবাই সচেতন হোন, আগামী ১৪ দিন নিজ বাড়িতে আটকে রাখুন নিজেকে। নিজেরা সুস্থ থাকলে সুস্থ থাকবে আশেপাশের মানুষেরাও, করোনার মহামারির ঝুঁকিমুক্ত হবে দেশ।
করোনা আতঙ্কে হোম কোয়ারেন্টাইনে ঐশী
Read Time:1 Minute, 56 Second