করোনা ভাইরাস সংক্রমণের ফলে বিশ্বজুড়ে চলছে লকডাউন, ক্ষেত্র বিশেষে কারফিউ। স্থবির হয়ে পড়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড। বন্ধ হয়ে গেছে এর সঙ্গে সংশ্লিষ্ট বেশির ভাগ প্রতিষ্ঠান।
এদিকে ভারতের তাবলিগ জামাতের প্রধান মাওলানা সাদ গত ১ মার্চ দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে তাবলিগ জামাতের একটি ধর্মীয় সমাবেশ শুরু করেন। নিষেধাজ্ঞা অমান্য করে তাবলিগ জামাতের প্রধান মাওলানা সাদ এই সমাবেশ শুরুকরেন। আয়োজনে অংশ নেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও কিরগিজস্তানের প্রতিনিধিসহ প্রায় দুই হাজার মানুষ। অনুষ্ঠানটি শেষ করেন ১৫ মার্চ।
ওই আয়োজনে অংশ নেওয়া প্রায় চারশো’ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। নিষেধাজ্ঞা অমান্য করে এই সমাবেশ চালিয়ে যাওয়ায় তাবলিগ জামাতের প্রধান মাওলানা সাদসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দিল্লি পুলিশ।
মারকাজ ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রথম অডিও বার্তায় তাকে বলতে শোনা যায়, মৃত্যুর সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ। তিনি জোর দিয়ে বলেন করোনাভাইরাস তার অনুসারীদের কোনও ক্ষতি করতে পারবে না।
দ্বিতীয় অডিও বার্তায় তিনি তাবলিগের সদস্যদের সরকারি নির্দেশনা মেনে নিয়ে ভিড় এড়িয়ে চলার আহ্বান জানান।
মাওলানা সাদ দুটি অডিও বার্তায় জানান, ডাক্তারের পরামর্শে দিল্লিতে সেলফ কোয়ারেন্টিনে আছেন তিনি।