করোনা ভাইরাসে দুই মেয়ের পর,করিমও করোনায় আক্রান্ত

0 0
Read Time:1 Minute, 32 Second

ডানের ছবিতে বলিউড প্রযোজক করিম মোরানি এবং বামের ছবিতে তার দুই মেয়ে জোয়া ও শাজা দুই মেয়ের পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড প্রযোজক করিম মোরানিও।

তারও করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। বর্তমানে চিকিৎসার জন্য মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন শাহরুখ খানের ব্লকবাস্টার ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির এই প্রযোজক।

করিম মোরানির ভাই মোহাম্মদ কোরানি জানিয়েছেন, প্রযোজক তার দুই মেয়ের সঙ্গেই ছিলেন। যেহেতু তার দুই মেয়েই করোনায় আক্রান্ত, ফলে তারও করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল ছিল। এমন আশঙ্কা ছিল প্রযোজকের পরিবারেরও। করিমের দুই মেয়ে জোয়া ও শাজা ‘কোভিড-১৯’-এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। জোয়ার বিদেশ ভ্রমণের ইতিহাস না থাকলেও মার্চে তিনি জয়পুরে গিয়েছিলেন। অন্যদিকে শাজা কিছুদিন আগে শ্রীলঙ্কা থেকে ফেরেন। জোয়ার জ্বর, গলাব্যথা ঠান্ডা লাগা এসব ছিল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %