করোনা মোকাবেলায় একজন যোদ্ধা তানভীর

0 0
Read Time:1 Minute, 35 Second

শোবিজ ডেস্ক::”একটি ঘরবন্দি পরিবেশনা”
হোম কোরেন্টাইন (পার্ট -১) রানা বর্তমান এর পরিচালনায় হোম কোরেন্টাইন (পার্ট -১) এর শুটিং ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয়েছ। এতে অভিনয় করেছেন ছোটপর্দার ব্যস্ততম অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর ; সুজন হাবিব। তানভীর জানান;করোনা যুদ্ধ মোকাবিলায় আমিও ও আমরাও মানুষকে সচেতন করতে ই , সামান্য চেষ্টা। অভিনয়ের মাধ্যমে এই করোনা যুদ্ধে একজন যোদ্ধা হিসাবে ঘরবন্দি থেকেও মানুষের জন্য এই সামান্য চেষ্টা। অনলাইন আমাদের সঙ্গে থাকুন , ঘরে থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন , ভালো – করোনা যুদ্ধ মোকাবেলায় আমরাও অভিনয়ের এক যোদ্ধা।মানুষ যাতে করোনা নিয়া গুজবপ্রচার না করে। লাশ দাফন করতে চায় না । এসব নিয়েও কিছু তথ্য দিয়েছি।এছাড়া আরও জানান; তিনি বাসায় বসে নামাজ পড়ছেন।আমাজন প্রাইম;জিফাইভ আর নেটফ্লিক্স এর মুভি দেখে সময় কাটাচ্ছেন। পরিবারকে সময় দিচ্ছেন। এছাড়াও অনলাইনের কিছু কাজ করেছেন যা খুব শীঘ্রই প্রচারে আসবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %