বিশ্বজুড়ে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বাড়ছে দিন দিন। বাড়ছে মৃত্যুর সংখ্যা। তবে এখনও নেই ওষুধের দেখা। সংক্রমণ রোধে একমাত্র উপায় লকডাউন।
প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত প্রায় ৮০ শতাংশ রোগীর শরীরে কয়েকটি প্রাথমিক লক্ষণ প্রকাশ পায়। অনেকের ক্ষেত্রে কোনো উপসর্গ নাও দেখা যেতে পারে। শেষ পর্যায় শ্বাসকষ্ট শুরু হয়।
চিকিৎসকরা বলছেন, একেবারে শেষ পর্যায়ে এই ভাইরাস ফুসফুসে আঘাত হানে। আর তখনই শুরু হয় ভয়ংকর শ্বাসকষ্ট। তাতেই মারা যাচ্ছেন বহু আক্রান্ত। ফুসফুসের কার্যক্ষমতা হারিয়ে ফেলে করোনা রোগীরা।
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালের বক্ষ সার্জারি বিভাগের প্রধান ডা. কেইথ মর্টম্যান একটি ভিডিওতে প্রকাশ করেছেন সম্প্রতি। সেই থ্রিডি ভিডিওতে তিনি দেখিয়েছেন, করোনায় আক্রান্ত রোগীর ফুসফুসের অবস্থা কতটা করুণ হয়ে যায়।
পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার ফুসফুসের ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা হয়