কর্মীদের ফেসবুক পর্যবেক্ষণের জন্য একটি কনসালটেনসি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে ইশতিয়াক হাসান। এমন একটি সময়ে কাজটি করা হলো যখন ক্যালিফোর্নিয়া ফ্রিমন্টের শ্রমিকেরা একটি ইউনিয়ন প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিল।
সিএনবিসি’র সূত্র এবং অন্যান্য কিছু উপাত্ত থেকে দেখা গেছে যে, এমডব্লিউডব্লিউ পিআর নামে একটি প্রতিষ্ঠান কর্মীদের মনিটরিংয়ের কাজ করছে। প্রতিষ্ঠানটি ২০১৭-১৮ সালেও টেসলার হয়ে এই কাজটি করেছে বলে জানায় সিএনএন।
সিএনবিসি জানায়, পিআর সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করে শ্রমিকদের পরিকল্পনা, মিডিয়া লিস্টসহ বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তবে টেসলা এবং পিআর সংস্থাটি থেকে আপাতত কোনও মন্তব্য জানানো হয়নি।
তবে সিএনবিসিকে দেওয়া একটি বিবৃতিতে পিআর সংস্থাটি জানায়, ২০১৭-১৮ সালে তারা টেসলার দ্রুত অগ্রগতির সময় কর্মীদের অংশগ্রহণ নিয়ে গবেষণা করে। প্রতিষ্ঠানটি আরও জানায়, এটি খুবই সাধারণ একটি চর্চা যে একটি প্রতিষ্ঠানকে নিতে মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কীভাবে আলোচিত হচ্ছে তা নিয়ে গবেষণা করা।
সিএনএন জানায়, ইউনিয়নের ব্যাপারে মাস্কের মৌখিক সমালোচনা রয়েছে। মার্চে তিনি ইউনিয়নকে ডেকে ভোট এবং জমায়েতকে স্থগিত করতে বলেন। এদিকে তিনি টুইটারের ক্ষেত্রে বাকস্বাধীনতার কথাও বলেন। তবে সেটা আইনের মধ্যে থেকে।