কলকাতার চলচ্চিত্রে নাচ করবেন বারিশ হক

0 0
Read Time:2 Minute, 31 Second

রিফাত রাহুল খাঁন:বাংলাদেশের অন্যতম মডেল ও নৃত্যশিল্পী বারিশ হক। এবার কলকাতার চলচ্চিত্রতে নাচ করবেন। বারিশ হক বাংলা নিউজপিকে বলেন; ‘এটা আমাদের গল্প’ নামে চলচ্চিত্রটিতে একটি পাঞ্জাবী গানে পারফর্ম করবো। গানটিকে ঘিরেই গল্পটি আগাবে। একটি পাঞ্জাবী মেয়ের চরিত্রে অভিনয় করবো। গানটি পুরো একটা পারফর্মেন্সে ভরপুর। আর আমার নাচটি কোরিওগ্রাফি করেছেন বলিউডের দেবরাজ। পুরো গানটি বম্বে থেকে করা হয়েছে বলিউডের মিউজিক ডিরেক্টর এডেটিং এবং মিউজিক করেছেন রঙ্গন চ্যাটার্জী। এ চলচ্চিত্রটির শুটিং শুরু হয়ে গেছে। শীঘ্রই আমি; অভিনেত্রী তারিন জাহান ও অভিনেতা এবং কোরিওগ্রাফার গৌতমসাহা বাংলাদেশ থেকে কলকাতায় যাবো শুটিংয়ে অংশ নিব ড্রেস ;মেকআপ সবকিছুই কলকাতা থেকে নেয়া হয়েছে।

বারিশ হক যোগ করে আরও বলেন; দীর্ঘ ১০ বছর দীর্ঘ প্রতিক্ষার পর যেহেতু আমি ২০১০ থেকে স্টেজ পারফর্মেন্স করছি; সেহেতু আমার জার্নিটাও ছিল বেশ লম্বা দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কাজ করছি। আমার যদিও বড়পর্দা টার্গেট ছিল না; কিন্তু আমার কাছের মানুষের বিশেষ করে আমার সহকর্মীরা আমাকে বেশ উৎসাহ প্রদান করেছে যে আমার সিনেমায় কাজ করা উচিত

। এজন্যই কলকাতা থেকে যখন আমার সিনেমায় কাজ করার প্রস্তাব আসে; আমি সেটা লুফে নিই। আর বাংলাদেশের চলচ্চিত্রতে অবশ্যই কাজ করার ইচ্ছে আমার রয়েছে যদি আমাকে তারা যোগ্য মনে করে এবং আমাকে তারা সুযোগ করে দেয় ; তাহলে অবশ্যই আমি তাদের সাথে কাজ করবো। ভারতের ক্রিয়েটিভ ওয়ার্ল্ড ও সংস্কৃতি হাউজের প্রযোজনায় এ চলচ্চিত্রটি নির্মাণ করবেন মানসী সিনহা। প্রযোজনা করেছেন শর্মিষ্ঠা ঘোষ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %