0
0
Read Time:1 Minute, 6 Second
রাজধানীর কাঁঠালবাগানে এফ হক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভোর সাড়ে ৬ টার দিকে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫ টা ৫৫ এর দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ শুরু করে। এসময় স্থানীয় পুলিশ সদস্যরাও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করেন। প্রায় আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
বহুতল ভবনটির ৪তলায় আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুন লাগার সময় ভবনে কয়েকজন থাকলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস