কালশী রোডে স্বল্প মূল্যে “চিল আউট” দিচ্ছে নানা ধরনের ফাস্টফুড আইটেম

0 0
Read Time:1 Minute, 59 Second

মিরপুর কালশী রোড কিংবা মুসলিম বাজার, এভিনিউ ফাইফ, সাংবাদিক প্লট, কালশি মোড়, এবং আশে পাশের ভোজন বিলাসীদের কথা ভেবে নতুন মাত্রায় শুরু করতে যাচ্ছে ফাস্টফুড আইটেম নিয়ে “চিল আউট”।

নামের সাথেই যেন ফাস্ট ফুডের রঙ্গের বেরঙয়ের নানা খাবারের কথা মনে করিয়ে দেয়। এছাড়া এখানে রয়েছে, হ্যাং আউট করার মত বিশাল স্পেস। ছড়ানো ছিটানো রেস্টেরুন্টের জায়গা থাকায় ভোজন রসিকদের ও মনে রয়েছে খুশির ছোঁয়া।

এদিকে এক কাস্টমার কে চিল আউটের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন- এখানের খাবারের মান যথেষ্ট ভালো। এত কম দামে এই খাবার গুলো অনান্য ফাস্টফুডের দোকান গুলোতে পাওয়ায় যায় না, সেখানে চিল আউটে স্বপ্ল মূলে সকল পণ্য দিয়ে দিচ্ছে, এটি কালশী রোডে/সাংবাদিক আবাসিক এরিয়ার সকল মানুষের জন্যে অতন্ত্য আনন্দের।

এদিকে চিল আউটের ব্যাবস্থাপনা পরিচালক জানান এখানে আমরা খোলা মেলা পরিবেশে ভোজন রসিকদের জন্যে ছোট খাটো একটি স্টল দিয়েছি, যাতে করে এই কালশী রোডের বাসিন্দাদের যেন কষ্ট করে য্যাম ঠেলে বাহিরে যাওয়া না লাগে। তাছাড়া এখানে ফ্রি ওয়াইফাইয়ের ব্যাবস্থা করা হয়েছে।

“চিল আউট” সম্পর্কে আরও জানতে যোগাযোগ করুনঃ শহীদ জিয়া কলেজ গেইট, কালশী মেইন রোড, ব্লক ই,  মিরপুর ১২।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %