স্থানীয়দের একাংশের বিক্ষোভের মুখে পড়ে আনিসের বাড়ি না গিয়েই ফিরে আসতে হয়েছিল ফিরহাদ হাকিমকে। শনিবার সেই প্রসঙ্গে নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে ফিরহাদের বক্তব্য, “কিছু চ্যাংড়া লোকজন বিক্ষোভ করেছে।”
কলকাতা : শুক্রবার বিকেলে আমতার নিহত ছাত্রনেতা আনিস খানের বাড়ি যাওয়ার পরিকল্পনা ছিল রাজ্যের মন্ত্রী তথা শাসক দলের অন্যতম প্রধান সংখ্যালঘু মুখ ফিরহাদ হাকিমের। কিন্তু শেষ পর্যন্ত আনিসের বাড়ি ঢুকতে পারেননি তিনি। স্থানীয়দের একাংশের বিক্ষোভের মুখে পড়ে আনিসের বাড়ি না গিয়েই ফিরে আসতে হয়েছিল ফিরহাদ হাকিমকে। শনিবার সেই প্রসঙ্গে নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে ফিরহাদের বক্তব্য, “কিছু চ্যাংড়া লোকজন বিক্ষোভ করেছে।” সেই সঙ্গে নাম না করে আইএসএফকে শিয়াল হায়নার সঙ্গে তুলনা করতেও ছাড়লেন না ফিরহাদ। আইএসএফকে কটাক্ষ করে তাঁর সংযোজন, “মাঝে মাঝে বনেও বাঘকে দেখে বনের শিয়াল হায়না ডাকাডাকি করে।”
শনিবার বিকেলে ফিরহাদ হাকিম বলেন, “কিছু চ্যাংড়া লোকজন বিক্ষোভ করেছেন। কেউ কাউকে কিনতে আসে না। আইন কাউকে কিনতে যায় না। আদালত বিচার করে । এগুলি গল্প । আমরা কাউকে চাকরি দিতে যাযইনি। সরকারের থেকে একটি ক্ষতিপূরণ দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে চাকরি দেওয়া হয়ে থাকে। পাশে দাড়ানো রাজ্য সরকারের কর্তব্য।”
উল্লেখ্য, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বগটুই গ্রামে গিয়ে পুলিশ প্রশাসনকে কড়া হতে নির্দেশ দিয়েছিলেন। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় অস্ত্র উদ্ধার হচ্ছে। সেই প্রসঙ্গ টেনে ফিরহাদ হাকিম বলেন, “মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে যে শুধু হচ্ছে, সেটা নয়। এটা সব সময় হচ্ছে।” সেই সঙ্গে বগটুই হত্যাকান্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া নিয়ে ফের একবার নিজের অবস্থান জানালেন ফিরহাদ। এখনও রাজ্য পুলিশের সিটকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন তিনি। বললেন, ” বগটুইয়ে সিবিআই করে কোনও লাভ নেই । সিটও ভালভাবে নিরপেক্ষ তদন্ত করছিল। শুভেন্দু অধিকারী বা দিল্লির নেতারা সিবিআইয়ের তদন্তকে প্রভাবিত করতে পারে। সিটের থেকে রিপোর্ট নিয়ে সিবিআই তদন্ত করছে।”