প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স মাধ্যমে যুক্ত হয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫০ লক্ষ পরিবারকে নগদ অর্থ সহায়তা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের দুর্যোগে করোনা পরিস্থিতি মোকাবেলায় অর্থকষ্ট উল্লেখ করে বলেছেন প্রতিটা জায়গায় মানুষের কষ্টটা দূর করাটাই লক্ষ্য ,সেটাই চাই এত বেশি মানুষ হয়তো অনেক বেশি দিতে পারব না কিন্তু কিঞ্চিত পরিমান অর্থ সহায়তা দিলেও যেন দিতে পারি কেউ যেন বঞ্চিত না হয়
৫০ লক্ষ পরিবারের প্রত্যেককে আড়াইহাজার করে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে উদ্বোধনী প্রদত্ত ভাষণে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
করোনা চলমান পরিস্থিতিতে ইমাম-মুয়াজ্জিনদের কষ্টের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি আমাদের একটা দায়িত্ব আছে আমি ইতিমধ্যে একটা তালিকা করতে বলে দিয়েছি ,সকল মসজিদের ঈদ রমজান উপলক্ষে আমি কিছু আর্থিক সহায়তা দেবো সেই তালিকাটা আমরা করে দিচ্ছি দ্বিতীয় পর্যায়ে আরো ৬০ হাজার কওমি মাদরাসাকে ঈদের আগে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা