কুমিল্লায় বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ র‍্যাব সদস্য আইসিইউতে

0 0
Read Time:3 Minute, 21 Second

কুমিল্লায় র‍্যাবের সাথে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধের ঘটনায় কর্পোরাল মো. রুবেল গাজী নামে র‍্যাবের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার পর তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা সিএমএইচে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (৮ এপ্রিল) বিকালে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব ১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৫৬ কেজি গাঁজা, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং দুই রাউন্ড অ্যামোনিশন উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীরা হলেন-মো. সাইদুল ইসলাম (২২), মো. হযরত আলী (২০) এবং মো. মশিউর রহমান (২১)। পালানোর সময় ঘটনাস্থলে গ্রেফতার দুই মাদক কারবারি হলেন সবুজ ইসলাম (২০) এবং মো. শরীফ (১৯)।

র‌্যাব কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মাদকের একটি বড় চালান সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকা দিয়ে পার হচ্ছে এমন খবর পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। ২০-২৫ জন মাদক ব্যবসায়ীর একটি দল কাঁধে করে মাদকের বস্তা নিয়ে মাঠ দিয়ে যাচ্ছিল। এ সময় কর্তব্যরত টহল কমান্ডার তাদেরকে থামতে বলেন। কয়েকজন মাদক কারবারি দৌড়ে পালিয়ে যায় এবং কয়েকজন মাদক কারবারি অতর্কিতভাবে গুলি ছুড়তে থাকে। এ সময় র‌্যাব সদস্যরাও গুলি করে। এ ঘটনায় একজন র‌্যাব সদস্য ও তিনজন মাদক কারবারি গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ র‌্যাব সদস্য ও মাদক কারবারিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। গুলিবিদ্ধ র‌্যাব সদস্য কর্পোরাল মো. রুবেল গাজী কুমিল্লা সিএমএইচের আইসিইউতে রয়েছেন। এছাড়াও মাদক কারবারির একজনের গুলি শরীর স্পর্শ করে চলে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেয়। বর্তমানে তিনি র‌্যাব হেফাজতে রয়েছেন। বাকি দুইজন গুলিবিদ্ধ মাদক কারবারী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *