কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো ছাত্রলীগ

0 0
Read Time:1 Minute, 55 Second

ময়মনসিংহে চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাস পরিস্থিতিতে যানবাহন চলাচল না করায় ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় কৃষকের লোকসান কমানোর জন্য গরীব কৃষকের পাশে এসে দাঁড়িয়ে ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ধান কেটে কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার (১৯ এপ্রিল) ছাত্রলীগ কর্মীরা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কাতলাসেন এলাকায় দিনভর দুই কৃষকের ১০ কাঠা জমির ধান কেটে দেয়। জেলা ছাত্রলীগ নেতা তানভীর জুবায়ের ইসলাম তারিনের নেতৃত্বে ৩০ জন ছাত্রলীগ নেতাকর্মী ধান কাটার কাজে অংশ নেন। ধান কাটা শেষে প্রায় এক কিলোমিটার ভেতরে কৃষক চানু মুন্সী ও আব্দুর রহমানের বাড়িতে পৌঁছে দেন নেতাকর্মীরা।

এদিকে, শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারছিল না, জমিতেই পাকা ধান নষ্ট হতে চলছিল। ছাত্রলীগের ভায়েরা ধান কেটে সাহায্য করায় কৃষকেরা খুব খুশি।

ছাত্রলীগ নেতা তারিন বলেন, মানবিক কারণেই আমরা দরিদ্র কৃষকের ধান কেটে সহায়তা করেছি। তারা পরবর্তীতেও কৃষকের পাশে থাকবে বলেও জানান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %