সাকিব আল হাসান না থাকলেও দীর্ঘ ১১ মাস লাল বলের ক্রিকেটে তামিম ইকবালের ফেরার কথা ছিল। আশা করা হচ্ছিলো তার অংশগ্রহণ বাংলাদেশের ব্যাটিংয়ের শক্তি বাড়াবে। তবে ডারবান টেস্টের একাদশে তামিমকে রাখা হয়নি। সবাই খানিকটা অবাক হলেও বাংলাদেশ দলের ফিজিও জানালেন, অসুস্থতার জন্য খেলছেন না তামিম।
ফিজিও বায়েজিদুল ইসলাম খান ভিডিওবার্তায় জানালেন, ‘তামিম আজ সকালে ঘুম থেকে ওঠার পর পেটে প্রচণ্ড ব্যথায় ভুগছে। আমরা ওকে ওষুধ দিয়েছি। আমাদের চিকিৎসক তার সঙ্গে হোটেলে আছেন। তামিমকে আমরা স্টেডিয়ামে নিয়ে আসিনি।
কারণ পেটে ব্যথা ও ডায়রিয়া হচ্ছে। আশা করা যায় কিছুক্ষণ পর এটা কমে আসবে। এ মুহূর্তে তাঁকে পাওয়া যাচ্ছে না। ’
তামিম না খেলায় সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়কেই তাই দেখা যেতে পারে ওপেনিংয়ে।
দলে আছেন নাজমুল শান্ত, ইয়াসির রাব্বি। লিটন দাস, মেহেদী মিরাজ। আছেন তাসকিন আহদেমদ, খালেদ হোসেন আর এবাদত হোসেন।