কোটালীপাড়ায় ছাত্রীদেরকে উত্যাক্তের অপরাধে ছাত্রকে কারাদন্ড

0 0
Read Time:2 Minute, 1 Second

হাসিবুর রহমান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রীদেরকে উত্যাক্ত করার অপরাধে আশিষ বাড়ৈ ওরফে উত্তম (১৮) নামে দশম শ্রেণির এক ছাত্রকে কারাদন্ড দিয়েছে মোবাইলকোর্ট। দন্ডপ্রাপ্ত আশিষ বাড়ৈ ওরফে উত্তম দক্ষিণ ধারাবাশাইল গ্রামের মিলটন বাড়ৈর ছেলে ও ধারাবাশাইল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। ২৩ মার্চ বুধবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল উচ্চবিদ্যালয় এ ঘটনা ঘটে। এর আগে আশিষ বাড়ৈ ওরফে উত্তম বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে অশালীন মন্তব্য এবং এ সময় ছাত্রীরা প্রতিবাদ করলে ওই ছাত্র একজন ছাত্রীকে শ্লীনতা হানির চেষ্টা করে।

ঘটনাটি ছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে প্রধান শিক্ষক তাকে লাইব্রেতে আটকে রেখে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে সেখানে পুলিশ ও মোবাইলকোর্ট হাজির হয়ে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আশিষ বাড়ৈ ওরফে উত্তম কে দেড় বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন মোবাইলকোর্টের বিচারক সহকারি কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন।

এসময় উপস্থিত ছিলেন – কোটালীপাড়া থানা এস আই খায়রুল হাসান, অত্র বিদ্যালয়ের সভাপতি কাজী অমিত মাহমুদ ও প্রধান শিক্ষক অনন্ত কুমার মল্লিক সহ অনেকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *