Read Time:1 Minute, 48 Second
কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বল্প মূল্যে টিসিবির পন্য দেওয়া শুরু হয়েছে । টিসিবির পণ্য নিতে দেখা গেছে উপচে পড়া ভীড়।
সোমবার সকাল ১০ টায় উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্যের কার্যক্রম উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ জানান– কোটালীপাড়ায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে প্রতি পরিবার ৪ শত ৬০ টাকায় ২ লিটার সয়াবিন তেল , ২ কেজি মসুরের ডাল, ২ কেজি চিনি পাবেন। এবার কোটালীপাড়ায় মোট ১৯ হাজার ৩ শত ২৫ জন স্বল্প ও নিম্ন আয়ের পরিবারের মাঝে পারিবারিক কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে।
এসময় উপস্থিত ছিলেন – গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ দাস, কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান, ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ইউপি সদস্য ওলিউল্লাহ হাওলাদার প্রমূখ।