হাসিবুর রহমান, কোটালীপাড়া( গোপালগঞ্জ )প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভাতিজাকে সস্পত্তি লিখে না দেওয়ায় চাচাকে কুপিয়ে আহত করেছে আপন বড় ভাইয়ের ছেলেরা।
ঘটনাটি উপজেলার পূর্নবতী গ্রামে ঘটেছে । আহত আবুল হোসেন শেখ হাসপাতালে বেডে শুয়ে বলেন আমার আপন বড় ভাই জব্বার শেখের ছেলে মোস্তাক শেখ (৪৩) খোকন শেখ ( ৩৫) ও সিপন শেখ (৩০) গত ৩১ শে মার্চ সকাল ১০ টায় আমার কাছে এসে ভাতিজারা আমার সম্পত্তি তাদের নামে জোর পূর্বক লিখে দিতে বলে তখন আমি ওদের বলি আমার তিনটি সন্তান প্রতিবন্ধী তাদের বঞ্চিৎ করে তোদের নামে লিখে দিতে পারবোনা । বলার সঙ্গে সঙ্গে ভাতিজারা আমাকে মার পিট শুরু করে এসময় ভাতিজাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার মাথ কেটে যায় । আমার স্ত্রী – সন্তান আমাকে কোটালীপাড়া হাসপালে এনে ভর্তি করে।
এব্যাপারে আহত আবুয়াল শেখ বাদী হয়ে মোস্তাক শেখ,খোকন শেখ ও সিপন শেখ কে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।এ বিষয় কোটালীপাড়া থানার এস আই কাজী আজাদ ঘটনার স্বত্ততা স্বীকার করে বলেন দুই পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত করে
ব্যবস্থা নেওয়া হবে ।