কোন ‘মা’ কে বৃদ্ধাশ্রমে দেখবো না আর; এ হোক বিশ্ব মা দিবসের অঙ্গীকার : সিনথিয়া

0 0
Read Time:3 Minute, 53 Second

 

রিফাত রাহুল খাঁন:কাল১০ই মে বিশ্ব মা দিবস। মা কথাটি অতি ছোট্র কিন্ত তাহার চেয়ে নাম যে মধুর এিভুবনে নেই। মা পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ। ভালোবাসা আর নিরাপদ আশ্রয়ের শ্রেষ্ঠ জায়গা। মা শাশ্বত ; চিরন্তন। পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ এটি। অর্থে অনবদ্য। মা ডাক শুনলে চোখের সামনে ভেসে ওঠে মায়াবী সুন্দর একমুখ। যে মুখে লেগে থাকে স্নেহ ভালবাসার এক নাম “মা। মা দিবসে মাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন নৃত্যশিল্পী
ও অভিনেএী সিনথিয়া ইয়াছমিন। তিনি বলেন;ছোটবেলা থেকে মায়ের হাত ধরেই স্কুলে যাওয়া সেখান থেকেই জীবনের একটু একটু করে স্বপ্ন দেখা সবকিছু অনুপ্রেরণা দেয় কেবলমাত্র আমার মা। জীবনের প্রতিটা পদক্ষেপে মাকে অনেক অনুসরণ করি মায়ের ভালো কাজগুলোকে মায়ের দেওয়া ভালো উপদেশ গুলোকে।
আমার জীবনে আমার মা ই আমার সব কিছু জীবনের প্রতিটা পদক্ষেপে মার ভালো কথা গুলো কে মা এর উপদেশ গুলো কে মানি। মায়ের দেওয়া সব অনুপ্রেরণা কে জীবনে কাজে লাগাতে চাই। মা আসলে আমাকে স্বপ্ন দেখায় সামনে এগিয়ে যাওয়ার। থেকে থেকে মনে হয় মাই মনে হয় আমার থেকেও আমাকে নিয়ে বেশি ভাবে যতটা না আমি নিজেকে নিয়ে নিজে ভাবি।মায়ের চোখে অনেক স্বপ্ন দেখতে পাই আমার জন্য। এখন অনেকটা বড় তো এখন বুঝি মা পৃথিবীর সবকিছু মা ছাড়া আমার জীবনে হয়তো কোনো অস্তিত্বই থাকত না এবং কোন সন্তানের মা ছাড়া অস্তিত্ব থাকে না আসলে মা আমাদের জীবনের সবচেয়ে বড় একটা অবদান রাখে। ছোটবেলায় হাটি হাটি পা পা করে যেমন মায়ের হাত ধরে হাঁটা শিখেছি ঠিক মায়ের হাত ধরে তারপর থেকে নাচ গান পড়াশোনা সবকিছু চালিয়ে নিয়ে গেছে আমার মা ঠিক তেমনই এখনো চায় বাকিটা জীবন মায়ের হাত ধরেই প্রতিটা মুহূর্ত সবকিছুর সঙ্গী হতে চাই মার হাত ধরে। আসলে আমাদের জীবনে মায়ের অবদান কখনোই ভুলার না মা যা করেছে আমাদের জন্য ঠিক তার থেকে দ্বিগুন টা আমাদের ফিরিয়ে দেওয়া উচিত যতটা না সে আমাদের জন্য করেছে তার থেকেও বেশি। মা খুব চাই আমি যেনো নিজের পায়ে দাঁড়ায় কারোর উপরে কখনো যেন নির্ভরশীল না হয়। মা দিবসে বেশি কিছু না বলে শুধু একটা কথাই বলতে চাই মা তোমাকে অনেক বেশি ভালোবাসি অনেক কিন্তু সেটা কিভাবে বুঝাবো জানিনা বোঝানো সম্ভব না তুমি সব সময় সুস্থ থেকো আমার পাশে থেকো আমার হাত ধরে চলো এতেই আমার শান্তি এতেই আমার তৃপ্তি। মা দিবসের অনেক শুভেচ্ছা তোমাকে মা আজকের এই দিনে সকল মা কে মা দিবসের অনেক শুভেচ্ছা। সব মারা যেন সুস্থ থাকে ভালো থাকে এই কামনাই করি।

ছবি: সংগৃহীত

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %