কোয়ারেন্টিনে কেমন কাটছে নীলের জন্মদিন?

0 0
Read Time:2 Minute, 57 Second

 

রিফাত রাহুল খাঁন: তরুণ প্রজন্মের অন্যতম ব্যস্ততম উপস্থাপক নীল হুরেজাহান। শোবিজ অঙ্গনের এক অনবদ্য নাম। আজ এ উপস্থাপকের জন্মদিন । জন্মদিন প্রসঙ্গে জানতে চাইলে নীল জানান; গতবার যেমন জন্মদিনের শুরুতেই আনন্দ আর উদ্দীপনা নিয়ে শুরু করছিলাম আর এবার একটা আশঙ্কা বিরাজ। এটাই ভাবছি যে হুট করে আমাদের জীবনটা কত পরিবর্তিত হয়ে যেতে পারে;
যদিও আমার এ অভিঙ্গতা আছে যে; মূহুর্তের মধ্যে জীবনটা একদম পরিবর্তিত হয়ে যায়। কিন্তু এ ব্যাপারটা একদম ভিন্ন – আমার ব্যক্তিগত জীবনে না; আমার পরিবারের মাঝে না; আমার শহরে না; আমার বাংলাদেশে না পুরো বিশ্বে একই অবস্থা। কখনও ভাবিনি যেটা মুভিতে দেখি সেটা বাস্তবেও হতে পারে এবং আমরা সবাই একটি একই রকম আকঙ্কাজনক অবস্থার মধ্য দিয়ে বিরাজ করছি পুরো পৃথিবীর সবাই। এবারের জন্মদিনটা খুব অদ্ভুত ভাবেই কাটছে আমার কাছের মানুষরা দু:খিত যে; তারা আমার জন্য কিছু করতে পারছে না । আর আমি বাসায়ই আছি পরিবারপরিজন সকলের সাথে..নিজেরমত করেই কাটছে। আর যেহেতু আজকে শবে বরাত কিছু আয়োজন করছে বাসায়। সকলকে নিয়ে সন্ধ্যায় কেক কাটবো। সকলেই শুভেচ্ছা জানাচ্ছে কাছের শুভাকাঙ্খীরা । আর আমার শুভ কামনা থাকবে পুরো পৃথিবীর মানুষের জন্য।উল্লেখ্য নীল হুরেজাহান; ২০১৫ সালে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে উপস্থাপক হিসেবে যোগদান করেন এরপর এনটিভিতে শো করেছেন; জিটিভি স্পোর্টস এর উপস্থাপনা করেছেন এং আরটিভিতে স্পেশাল মিউজিক্যাল শোও করেছেন। সর্বোপরি ৫ বছর যাবত মিডিয়াতে আছেন । উপস্থাপনার পাশাপাশি পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর পরিচালনায় ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্প ও রুচির বিজ্ঞাপনেও বেশ প্রশংসিত হয়েছেন।এছাড়াও এ বছরের বইমেলায় লেখিকা হিসেবেও প্রথমবারেরমত আত্মপ্রকাশ করেছেন তিনি। এবারের বইমেলায় চৈতন্য প্রকাশনী থেকে বের হয়েছে তার কবিতার বই ‘হারিয়ে যাবার শুরু’ ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %