রিফাত রাহুল খাঁন: লাক্স সুপারস্টার ২০১৮ এর প্রথম রানার্স আপ সারওয়াত আজাদ বৃষ্টি । নিজের সুনিপুণ দক্ষতা দিয়ে শোবিজ অঙ্গনে অধিষ্ঠিত হয়েছেন আপন মহিমায়।অপরদিকে মেন্স ফেয়ার এ্যান্ড লাভলী-২০১৯ রিয়েলিটি শো এর প্রথম রানার্স আপ জুনায়েদ। সম্প্রতি রায়হান মাহমুদ ও আবির ফেরদৌস এর রচনা এবং সহিদ-উন-নবী এর পরিচালনায় “রক্তে ভেজা চিরকুট ” নামের একটি টেলিফিল্ম এর শুটিং সম্পন্ন করেছেন বৃষ্টি ও জুনায়েদ। টেলিফিল্মটির চিত্রগ্রহণ করেছেন মেহেদী রনি। এ গল্পটি সম্পর্কে লাক্সসুন্দরী বৃষ্টি বলেন; “গল্পটি শোনার পর আমার বেশ ভালো লেগেছে। আরও ভালো লেগেছে একই প্লাটফর্ম থেকে জুনায়েদ ভাইয়া এসেছেন। উনি মেন্স ফেয়ার অ্যান্ড লাভলী-২০১৯ রিয়েলিটি শো এর প্রথম রানার্স আপ আর আমি লাক্স থেকে ২০১৮ এর ১ম রানার্স আপ। এ টেলিফিল্মে আমি একজন ক্রাইম রিপোর্টার থাকি আর অপরাধ অনুসন্ধান করি।
যেকোন কেইস এর সমাধান করি নিজের পরিচয় গোপন করে। একদিন শুভ নামের এক ক্রিমিনালকে ধরার কেইস আমার কাছে আসে ;নিজের পরিচয় গোপন করে মিশনে নেমে পড়ি। একসময় শুভ জেনে যায় আমার আসল পরিচয়। এভাবেই গল্প এগিয়ে চলে। এ টেলিফিল্মে বৃষ্টি -জুনায়েদ ছাড়াও আরও অভিনয় করেছেন সুজাত শিমুল; আজম খান; পনির শিকদার; তমালসহ আরও অনেকে। এ টেলিফিল্মটি আজ দুপুর ২:৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার করা হবে।