খাদ্যমন্ত্রীর মেয়েকে ছুরিকাঘাত

0 0
Read Time:1 Minute, 47 Second

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে কৃষ্ণা রুপা মজুমদারকে ছুরি মেরেছে তিন মুখোশধারী দুর্বৃত্ত। কৃষ্ণা রুপা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

শুক্রবার (২০ মার্চ) বিকাল ৩টার দিকে মিন্টু রেডে বাসার আশপাশেই এ ঘটনা ঘটে। এ সময় তিনি রিকশায় ছিলেন। তিনজন মুখোশধারী তার রিকশা আটকে তাকে ছুরিকাঘাত করেন এবং তার মোবাইল ছিনিয়ে নিয়ে যান।

প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসে কৃষ্ণা রুপা মজুমদারের স্বামী ও বিএসএমএমইউর ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজন কর্মকার মারা যান। রাত ১২টা পর্যন্ত একটি হাসপাতালে রোগীর অস্ত্রোপচার করে ইন্দিরা রোডের বাসায় যান রাজন

রবিবার ভোর ৪টার দিকে রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডের বাসা থেকে রাজনকে তার পরিবারের লোকজন স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভিসেরা পরীক্ষার প্রতিবেদনে বলা হয়, তার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। তবে রাজনের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %