Read Time:1 Minute, 23 Second
লাগাম টেনে ধরা যাচ্ছে না খেলাপি ঋণের। দিন যতই যাচ্ছে ততই বাড়ছে এই ঋণের পরিমাণ। গত এক বছরে দেশে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ১৪ হাজার ৫৩৯ কোটি টাকা। এরমধ্যে বেসরকারি ব্যাংকেই খেলাপি ঋণ ১১ হাজার কোটি টাকার বেশি বেড়েছে। তবে বিশেষায়িত ব্যাংকগুলোতে খেলাপির ঋণের পরিমাণ কিছুটা কমেছে।
বুধবার (২ মার্চ) ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছর ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ঋণ বিতরণ করার পরিমাণ ছিল ১৩ লাখ ১ হাজার ৭৯৭ কোটি ২৬ লাখ টাকা। এসময় খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ২৭৩ কোটি টাকার বেশি। ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ছিল ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকা। এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ১৪ হাজার কোটি টাকার বেশি।