গুজবের ওপর ভিত্তি করে দেশব্যাপী গণপিটুনির নামে নিরীহ নিরপরাধ মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
বুধবার (২৪ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ করে তারা। এ সময় দেশে গণপিটুনি বন্ধ করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘গত কিছু দিন ধরে “ছেলেধরা” ও “কাটা মাথা” গুজবকে কেন্দ্র করে দেশব্যাপী গণপিটুনির মতো নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নাগরিক হিসেবে প্রত্যেক ব্যক্তির জীবনের নিরাপত্তা এবং বিচার পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু রাষ্ট্র সে অধিকার রক্ষা করতে পারছে না। রাষ্ট্রযন্ত্র নিজেও ক্রসফায়ারের নামে হত্যা করছে, গুম করছে। এই রাষ্ট্রযন্ত্র মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ। সব ধরনের অপরাধীকে আইনের আওতায় এনেই বিচার করতে হবে। এর ব্যত্যয় করে ক্রসফায়ারে হত্যা সম্পূর্ণ বিচারবহির্ভূত বীভৎস ও বর্বর তৎপরতার শামিল।’
সমাবেশে সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, ‘নিরীহ মানুষের ওপর গণপিটুনির মতো নৃশংসতা এখনই বন্ধ করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। না হলে অরাজকতা তৈরি হবে।’
সমাবেশে উপস্থিত ছিলেন- ছাত্র ফেডারেশন সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জাহিদ সুজন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সৈকত আরিফ প্রমুখ।