Read Time:1 Minute, 24 Second
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি আর শনাক্ত হয়েছেন ৩৪ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১৩১ জন এবং শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ৫০৭ জন। বুধবার (১ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৬৩ শতাংশ।
এদিন সুস্থ হয়েছেন ৩৫৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৩ হাজার ১১৭ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৩৫৩টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৩৮০টি। এখন পর্যন্ত এক কোটি ৪১ লাখ ২৭ হাজার ৯০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৬৩ শতাংশ। এখন পর্যন্ত শনাক্ত ১৩ দশমিক ৮৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৪২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।